এইমাত্র
  • স্বামীর সামনে অন্য নায়কের সঙ্গে শুটিং করেন শিরিন শিলা
  • ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত আমাদের নিয়ে মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভূঞাপুরে জরাজীর্ণ ঘরে দুর্বিষহ জীবন অভিরাম-শ্যামলী দম্পত্তির
  • ড. ইউনূসকে নিয়ে লেখা বই তাকে দিলেন ব্রাজিলের সেকেন্ড লেডি
  • সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
  • ৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান
  • সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় আহত শিক্ষার্থীরা
  • উপদেষ্টা বশির এবং ফারুকীকে অপসারণের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ
  • ঢাবিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • আমাদের ভুলের কারণেই আহতরা সড়কে নেমে এসেছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ৩০ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ধানক্ষেতে মিলল এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

    ধানক্ষেতে মিলল এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

    নওগাঁর পত্নীতলার একটি ধান ক্ষেতের গর্ত থেকে মো. মোস্তাফিজুর রহমান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

    স্থানীয়রা বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার মুশরইল গ্রামের ওই ধান ক্ষেতের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড় ও নাড়ি-ভুড়ি দেখতে পায়। এরপর থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সে গুলো উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করে।

    আর পুলিশ বলছে উদ্ধার করা হাড়-গোড় মোস্তাফিজুরের মরদেহ কিনা সেটা আমরা নিশ্চিত নই। নিহত মোস্তাফিজুর রহমান ঐ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং মধইল বিএল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

    নিহত পরীক্ষার্থীর খালু মহব্বত জান বলেন, গত বুধবার (৬নভেম্বর ) সন্ধ্যার সময় আমার ভায়রার ছেলে মাগরিবের নামাজ পড়তে গ্রামের একটি মসজিদে যায়। নামাজ পড়ে সে আর বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় পরেও সে বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন মসজিদে খোঁজ নেন। সেখানে গিয়ে তাকে না পাওয়ায় সকল আত্মীয় স্বজনের বাড়ি খোঁজখবর করতে থাকেন।

    এ পর্যন্ত তাকে কোথাও খুঁজে না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়েন। এরমধ্যে এদিন বুধবার বিকেলে স্থানীয়রা মাঠের মধ্যে কয়েকটি হাড় ও নাড়ি-ভুড়ি ছড়িয়ে থাকতে দেখে। এরপর তারা সেখানে খোঁজাখুঁজির এক পর্যায়ে ধান ক্ষেতের ভেতরে একটি গর্ত দেখতে পায়। সেখানের মাটি সরিয়ে দেখে একটি অর্ধগলিত মরদেহ রয়েছে। এ খবর পেয়ে আমার ভায়রা ও শালিকা গিয়ে তার শার্ট ও লুঙ্গি দেখে তাদের ছেলের মরদেহ বলে সনাক্ত করে।

    পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান বলেন, সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। সেখানে নিহতের হাড়গোড় পাওয়া গেছে। আমরা তার পরিচয় নিশ্চিত হতে পারিনি। উদ্ধার করা হাড়-গোড়ের ডিএনএ টেস্ট করার পর তার পরিচয় নিশ্চিত হতে পারবো। তবে মোস্তাফিজুর রহমানের পরিবারের দাবি এটা তার মরদেহ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…