ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত শুরু হয়েছে। ইসলামী আন্দোলনের এই সমাবেশে নেতাকর্মীদের ভিড়ে সমাবেশের মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠেছে।
শনিবার (১৬ নভেম্বর) শিবচর নন্দ কুমার মডেল ইনস্টিটিউশন মাঠে বেলা ২টায় এ সমাবেশ শুরু হয়। এর আগে দুপুর থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিভিন্ন দিক থেকে ছোট-বড় মিছিল এসে যুক্ত হচ্ছে সমাবেশে। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দাবিতে এ সমাবেশ করছে দলটি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এ ছাড়া দলের কেন্দ্রীয় ও জেলা-উপজেলা নেতারা এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ।
এমআর