এইমাত্র
  • মোবাইল না থাকায় কষ্টে আছেন ব্যারিস্টার সুমন
  • ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
  • ইসরাইলি বিমান হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত
  • টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত
  • দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী হিনা খান
  • বিরামপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
  • ২৪ ঘণ্টায় ইসরাইলে ১৩৫টি ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ
  • ভালুকায় ঢাকনাবিহীন রেখেই নির্মাণ কাজ সমাপ্ত: ঝুঁকিতে ভালুকা পৌরবাসী
  • বর্তমানে দেশে মোট খেলাপি ঋণ ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা
  • বরগুনায় জলবায়ু তহবিলের ন্যায্যতার দাবিতে সাইকেল র‍্যালি
  • আজ রবিবার, ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০২:০৭ পিএম

    গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০২:০৭ পিএম

    গাজীপুর মহানগরের সারাব এলাকার বেক্সিমকোর ইন্ডাষ্টিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রাবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

    এতে করে রোববার সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের উভয় দিকে যানজট সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

    পুলিশ ও কারখানার শ্রমিকরা বলেন, গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ওই পার্কে পোশাক তৈরির কারখানাসহ একাধিক কারখানা আছে। সেখানে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাসহ প্রায় ৪০ হাজার লোক কাজ করেন। সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যাংক হিসাব জব্দ করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না।

    প্রতিমাসেই শ্রমিকরা আন্দোলন করে বেতন আদায় করছেন। গত কয়েক মাসের মতো চলতি মাসেও অক্টোবরের বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা বেতন ছাড়া সড়ক ছাড়তে রাজি হননি।

    বেক্সিমকোর শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, কয়েকমাস ধরে আন্দোলন ছাড়া বেতন পাচ্ছি না। প্রতি মাসে এভাবে বেতন নিতে ভালো লাগে না। বেতনটা সময় মতো পেলে কেউ আর আন্দোলনে যাবে না।

    কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আজও সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…