নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রেশ টিস্যু পেপারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সোমবার (১৭ নভেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।পরে ফায়ার সার্ভিসের ছয়টি স্টেশনের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন কীভাবে লেগেছে জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।
ওই কারখানার এক শ্রমিক জানান, রাতের ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পরতে পারেন।আগুনের তীব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পরছে এক ভবন থেকে আরেক ভবনে।ৎ
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, আমরা ভোর ৫টায় খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট এবং পরে আগুনের তীব্রতা বাড়লে ৭টি ইউনিট প্রেরণ করি আগুন নেভাতে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এইচএ