কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ভুশ্চি মুজিবনগর এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম ফারুক হোসেন (৩২)। তিনি ভুশ্চি মুজিবনগর এলাকার মো. জয়নাল আবেদিনের ছেলে। পেশায় অটোরিকশা চালক ফারুকের দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল (১৭ নভেম্বর) রাতে আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফসলি জমিতে ফেলে পালিয়ে যায়। নিহতের হাত ও পায়ের রগ কাটা ছিল এবং শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে গ্রামের এক ব্যক্তি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফারুকের বাবা-মা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। এসময় নিহতের নিথর দেহ দেখে আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়েন।
গ্রামবাসীরা জানান, ফারুক কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।
নিহত ফারুকের মা জানান, গতকাল (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফারুক নিজ দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেনি। রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এসময় ফারুকের মা অভিযোগ করেন, আশিক এবং শাকিল নামে দুই ব্যক্তির কাছে তার ছেলে টাকা পেতেন বলে তিনি সন্দেহ করছেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এআই