সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে কলেজ ফটকের সামনের সড়ক অবরোধ করে নতুন করে বিক্ষোভ শুরু করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এর আগে দিনের বেলা ৫ ঘণ্টার বেশি সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন তারা।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফের বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাখালী আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে একই দাবিতে সচিবালয়ে অনশনে বসেছেন কলেজের ১৪ জন শিক্ষার্থী। তারা মন্ত্রণালয়ের ডাকে বৈঠকে অংশ নিতে সেখানে গিয়েছিলেন।
এর আগে একই দাবিতে আজ বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।
এতে মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কে দুই পাশেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিকাল চারটা পর্যন্ত এ অবরোধ চলে। বিকাল চারটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসের দিকে চলে যান। পরে সন্ধ্যার পর শিক্ষার্থীরা আবারও সড়কে নেমে আসেন।
এসএফ