নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
সোমবার (১৮ নভেম্বর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের স্বাক্ষরে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে। নোটিশে আগামী সাতদিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান মুঠোফোনে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, সৈয়দ সাঈদ আহমেদ আপনি অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি পদে দায়িত্বে থেকে গত (০৫ আগস্টে) ছাত্র জনতার আন্দোলনে পর বিভিন্ন অনিয়মের জড়িয়েছে পড়েছেন।
গত (২৫ আগস্ট) অষ্টগ্রাম উপজেলার মেঘনা নদীতে আপনার নেতৃত্বে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় সেনাবাহিনীর হাতে জব্দ হয়েছে। বিভিন্ন মামলায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, প্রবাসী ও নিরিহ জনসাধারণকে আসামি করতে আপনার নেতৃত্বে থানায় এজাহার দায়ের হয়েছে। অষ্টগ্রাম উপজেলা অটো মিশু সমিতির অনুমোদন দিয়েছেন যা দলীয় নিয়ম বহির্ভূতভাবে।
গত (০৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস অষ্টগ্রামে কোনো কর্মসূচি পালন করেন নাই অতএব কিশোরগঞ্জ জেলা বিএনপির সিন্ধান্ত মোতাবেক আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর ব্যাখা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এর ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনে সারাদেননি।
এমআর