ভারতের আলেম মাওলানা সাদ কান্ধলভীকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন সাদপন্থীরা।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করলেও পুলিশের বাধার মুখে তারা কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন। এর ফলে ওই এলাকার প্রতিটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জানা যায়, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তার ভক্তরা।
সড়কে অবস্থানরত সাদপন্থী এক মুসল্লি বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের ১০ জনের একটি প্রতিনিধি দল কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধান উপদেষ্টার বাসভবনে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনসহ ওই এলাকায় রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন। স্বাভাবিকভাবেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে। এছাড়াও মাওলানা সাদের সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যে-কোনও সহিংসতা রোধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।