দেশ-বিদেশে আগামী ২৪ নভেম্বর বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ। এর মধ্যেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পিটিআইয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেন।
পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন বলছে, রোববার (১৭ নভেম্বর) খাজা মোহাম্মদ আসিফ এ প্রস্তাব দেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পিটিআইয়ের জন্য আলোচনার দরজা সব সময় খোলা। কিন্তু দুর্ভাগ্যবশত ইমরান খান রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার বসতে চান না। তিনি চান সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে। এর আগে অবশ্য পাকিস্তানের ক্ষমতাসীন পিএমএল–এন পার্টির প্রেসিডেন্ট নওয়াজ শরিফ বলেন, পিটিআইয়ের ২৪ নভেম্বরে বিক্ষোভ পাকিস্তানের অগ্রগতিতে বাধা হতে পারবে না।
প্রসঙ্গত, সম্প্রতি ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে বা চুক্তিতে আগ্রহের কথা জানান। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের সঙ্গে কোনো চুক্তির কথা অস্বীকার করেছে পাকিস্তানি সেনাবাহিনী।
এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এর আগে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দারপুরের নেতৃত্বে দুই দফা বিক্ষোভ করেছে পিটিআই। কিন্তু তাদের বিক্ষোভ সমাবেশ ইমরানের মুক্তির জন্য চাপ তৈরি করতে পারেনি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, ইমরান খানসহ পিটিআইয়ের সবাই ভণ্ড ও মিথ্যাবাদী। আগের বিক্ষোভ সমাবেশগুলোর মতোই এবারও তারা ব্যর্থ হবে। পিএমএল-এন পার্টির এই নেতা অভিযোগ করে বলেন, প্রতিবার পিটিআই নেতারা তাদের কর্মীদের উদ্বুব্ধ করে সমাবেশে আনেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নাকাল হয়ে মাঝপথে ছেড়ে পালান।
এর আগে শনিবার লন্ডনে সাংবাদিকদের নওয়াজ শরিফ বলেন, পিটিআইয়ের সমাবেশ পাকিস্তানের উন্নতিতে কোনো বাধা হবে না। তিনি পিটিআইয়ের বিক্ষোভকে পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাধা বলে মনে করেন। প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান পাকিস্তানের সম্মানের ক্ষতি করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর পাকিস্তানের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। গত বছরের মে মাসে গ্রেপ্তার করা হয় তাকে। বর্তমানে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রাখা হয়েছে।
এবি