এইমাত্র
  • জাতি গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাষ্ট্রপতি
  • অটোচালকদের রেললাইন অবরোধে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
  • সিরিয়ার ঐতিহ্যবাহী শহরে ইসরায়েলি হামলা, নিহত ৩৬
  • আজ ঢাকা কলেজ-সিটি কলেজের ক্লাস বন্ধ
  • রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
  • রাজধানীতে আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই: প্রধান উপদেষ্টা
  • বিচারের শুদ্ধতায় ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে : আইন উপদেষ্টা
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪
    রাজধানী

    এখনও উত্তপ্ত সাইন্সল্যাব মোড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম

    এখনও উত্তপ্ত সাইন্সল্যাব মোড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম
    ছবিঃ মোহাম্মদ হোছাইন রোহানী

    থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব মোড় এলাকায়। একদিকে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে অবস্থান নিয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে উপস্থিত রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

    এর আগে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটে। বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলাচাল বন্ধ রয়েছে।

    এদিকে সংঘর্ষের ঘটনায় দুই কলেজের চার শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন- সিটি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার (২১) ও নূর হোসেন (২৪) এবং ঢাকা কলেজের শিক্ষার্থী মো. তুষার (১৮) ও অনিম (২১)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…