ময়মনসিংহে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় আবুল কাসেম (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে নগরীর টাউনহল মোড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আবুল কাসেম গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকার মৃত নবী হোসেনের ছেলে।
ভুক্তভোগী শিশু মনিরা আক্তার মুক্তাগাছা উপজেলার নতুনবাজার বাইতুল ফালা জামে মসজিদ এলাকার মৃত মনোয়ারা হোসেনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর হামিদ উদ্দিন রোড এলাকায় আত্মীয়ের বাসায় থাকাবস্থায় শিশু মনিরা আক্তার (১২) কে বিভিন্নভাবে টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে দেখা করতে বলতো ডিবি পুলিশ পরিচয়কারী অভিযুক্ত কাসেম। আজও দেখা করার কথা বললে কৌশলে শিশু মনিরার আত্মীয় টাউনহল মোড়ে ডেকে এনে জনতা আটক করে, পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে অভিযুক্ত কাসেমকে আটক করে থানায় নিয়ে আসে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, আবুল কাসেম নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিলে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে বেশ কয়েকদিন যাবত শিশুটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে অপহরণ করার চেষ্টা করে আসছিল। ভুক্তভোগী শিশুর আত্মীয়রা আসামিকে আটক করে আমাদের খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত কাসেমকে আদালতে সোপর্দ করা হয়েছে।