এইমাত্র
  • ২৪ ঘণ্টা সীমান্তে তল্লাশি চালাবে পুলিশ: মমতা ব্যানার্জি
  • রাস্তায় ব্যারিকেড, বন্ধ হবে ইন্টারনেট: পিটিআইয়ের বিক্ষোভের আগেই ১৪৪ ধারা
  • খালেদা জিয়ার সঙ্গে মাহফুজ-নাহিদ-আসিফদের কী কথা হলো
  • সাকিবের দুর্দান্ত পারফরম্যান্স ভেস্তে গেলো বাংলা টাইগার্সের হারে
  • নির্বাচন কবে হতে পারে, জানালেন উপদেষ্টা সাখাওয়াত
  • সিপিডির গবেষণা: জ্বালানি তেলের দাম লিটারে ১০-১৫ টাকা কমানো সম্ভব
  • বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস
  • সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের কুশল বিনিময়
  • একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু
  • খালেদা জিয়াকে সেনাকুঞ্জে দেখে কাঁদলেন মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    নওগাঁয় হত্যা ও ডাকাতি মামলার দুই আসামী গ্রেপ্তার

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম

    নওগাঁয় হত্যা ও ডাকাতি মামলার দুই আসামী গ্রেপ্তার

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম

    নওগাঁয় হত্যা ও ডাকাতির ঘটনায় হওয়া মামলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাবের একটি দল।

    বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার উত্তরপাড়া এলাকা হতে মিলন (৪১) কে এবং নওগাঁ জেলার সদর উপজেলার কাঠালতলী এলাকা হতে সাইফুল ইসলাম (৬০)কে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেপ্তারকৃত মিলন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার শালগ্রামের সোলায়মান প্রামানিকের ছেলে এবং আব্দুল্লাহ হিল কাফির খুনসহ ডাকাতি মামলার আসামী। অপরদিকে সাইফুল ইসলাম শহরের আরজি-নওগাঁ এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে এবং এরশাদ নামের এক ব্যবসায়ীকে পথরোধ করে ডাকাতি মামলার আসামী।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত আব্দুল্লাহ হিল কাফি নওগাঁর সাপাহার উপজেলার সৈয়দপুর ব্রীজ এলাকায় পৌঁছামাত্র আনুমানিক ৮/১০ জন অজ্ঞাতনামা মুখোশপরা ডাকাতেরা পরিকল্পিতভাবে রাস্তার দুই পার্শ্বে রশি টেনে তার গতিরোধ করে। এরপর তাদের হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড ও শাবল দিয়ে কাফির মাথায় স্বজোরে আঘাত করলে মাথা ও কপালে গুরতর জখমপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গিয়ে চিৎকার শুরু করেন।

    ভূক্তভোগীর চিৎকার ও চেচামিচতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন কাফিকে উদ্ধার করে সাপাহার উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কাফিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে গত ৩১আগষ্ট কাফি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এঘটনায় মৃতের ছেলে যোবায়ের আহমেদ বাদী হয়ে সাপাহার থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

    অপরদিকে, গত ৯অক্টোবর এরশাদ নামের এক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনাইচন্ডি হাটে মহিষ বিক্রি করে টাকা পয়সাসহ লোকজন নিয়ে ভটভটি ও মোটর সাইকেলযোগে নিজ বাড়িতে আসছিলেন। ঐ দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ জেলার সাপাহার উপজেলার মাইপুর খাড়িব্রীজ এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাতেরা রাস্তার উপর গাছ ফেলে এরশাদসহ ৫জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের নিকট থেকে ৫লাখ ৬৬হাজার ৮০০টাকাসহ ০২টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় এরশাদসহ অন্যান্য ভিকটিমরা সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে ১৪ অক্টোবর ভূক্তভোগী এরশাদ নিজে বাদী হয়ে নওগাঁ জেলার সাপাহার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

    সাপাহার থানায় পৃথক দুটি মামলা রুজুর পর থানা কর্তৃক রিক্যুইজিশন মূলে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল চাঞ্চল্যকর ক্লুলেস খুনসহ ডাকাতি মামলার তদন্তপ্রাপ্ত আসামী মিলন এবং সাইফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…