টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহসিকতা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) টাঙ্গাইল জেলা শাখার এ বিশেষ কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার(২১ নভেম্বর) শহরের পৌর শহরের নিউ আয়শা (রা.) মেমোরিয়াল হাসপাতালের ৫ম তলায় এক আলোচনা সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।
এসময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিকী সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সার্জেন্ট মোঃ হুমায়ুন কবির, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আজহারুল ইসলাম মল্লিক, ল্যাঃ কর্পোরাল মোঃ আনোয়ার হোসেনসহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা, মুক্তিযুদ্ধে তাদের সাহসী পদক্ষেপ এবং স্বাধীনতা অর্জনে তাদের অবদানের কথা স্মরণ করেন। তারা সশস্ত্র বাহিনীর সদস্যদের ত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের জীবনের নানা অভিজ্ঞতা এবং দেশের প্রতি কর্তব্যের গুরুত্ব তুলে ধরেন।
এমআর