এইমাত্র
  • সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা
  • নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
  • নোয়াখালীতে সিএনজি-পিকআপের সংঘর্ষ, নিহত ১
  • মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে গুলি, পিস্তলসহ আটক ১
  • শিক্ষার্থীদের সংঘর্ষে কোনো ইন্ধন থাকলে কঠোর হাতে দমন করা হবে: প্রেস সচিব
  • সংঘর্ষে মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহতের দাবি কর্তৃপক্ষের
  • আবারও প্রথম আলোর সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা
  • যথাযথ সময়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ: ইসি আবুল ফজল
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • জয়পুরহাটে ফেন্সিডিলসহ ৫ লাখ টাকার মাদক জব্দ
  • আজ সোমবার, ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪
    জাতীয়

    যথাযথ সময়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ: ইসি আবুল ফজল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম

    যথাযথ সময়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ: ইসি আবুল ফজল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
    ছবি: সংগৃহীত

    নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে দায়বদ্ধ নতুন কমিশন। চ্যালেঞ্জ নয় নতুন দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছি। ভালো নির্বাচনের বিকল্প নেই। আর যথাযথ সময়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে।

    সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনও।

    দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে যথাসময়ে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ চার কমিশনার। এসময় নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের শুভেচ্ছা জানান। এরপর নির্বাচন ভবনে সকাল সাড়ে ১১টার দিকে সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বসেন নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৩ ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নবনিযুক্ত নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

    নির্বাচন কমিশনার বলেন, নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে, সেটা আলোকপাত করা হয়েছে৷ জাতির প্রত্যাশা এবং আমরা কী চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে৷ আমাদের চাওয়া ভেরি সিম্পল৷ একটা সুন্দর নির্বাচন।

    তিনি বলেন, আমাদের দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিক নির্দেশনা দিয়েছেন। একনিষ্ঠতা, সততা, জবাবদিহির ব্যাপারে আলোচনা হয়েছে।

    তিনি বলেন, চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছি। তবে আমরা কমিশন সমন্বিতভাবে চ্যালেঞ্জকে একটি অপরচ্যুনিটি মনে করি। এটাকে অপরিচ্যুনিটি ভাবছি এই জন্য— জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে— যেখানে আমাদের আর কোনও বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া। আমরাই সেই ব্যক্তি, যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন৷ এই প্রত্যাশা ডেলিভার করার জন্য। আমরা আত্মবিশ্বাসী এটা আমরা ডেলিভার করবো৷ আমরা ওয়াদাবদ্ধ।

    তিনি আরো বলেন, আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। সেই প্রসেসটা আমি নিশ্চিত, আপনারা হয়তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন যে, এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেগুলো হতে হবে। সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলবো।

    তিনি বলেন, এটা শুধুমাত্র দায়িত্ব নয়, এটা আমাদের দায়বদ্ধতা। ইনশাআল্লাহ, আমরা এই দায়বদ্ধতা পূরণ করবো। আমরা সবাই সন্তুষ্ট। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমাদের নির্বাচন করা হয়েছে, আমরা নিজেদের ধন্য মনে করছি, গর্ব মনে করছি।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…