এইমাত্র
  • সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা
  • নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
  • নোয়াখালীতে সিএনজি-পিকআপের সংঘর্ষ, নিহত ১
  • মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে গুলি, পিস্তলসহ আটক ১
  • শিক্ষার্থীদের সংঘর্ষে কোনো ইন্ধন থাকলে কঠোর হাতে দমন করা হবে: প্রেস সচিব
  • সংঘর্ষে মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহতের দাবি কর্তৃপক্ষের
  • আবারও প্রথম আলোর সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা
  • যথাযথ সময়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ: ইসি আবুল ফজল
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • জয়পুরহাটে ফেন্সিডিলসহ ৫ লাখ টাকার মাদক জব্দ
  • আজ সোমবার, ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে গুলি, পিস্তলসহ আটক ১

    মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম
    মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

    মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে গুলি, পিস্তলসহ আটক ১

    মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

    বরগুনার তালতলীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ার জের ধরে সগির হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী। এসময় ওই মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা গনধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

    সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    গুলিবিদ্ধ সগির হোসেন উপজেলার বড়পাড়া এলাকার মন্নান হাওলাদারের ছেলে। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী জাকির একই এলাকার ময়জ উদ্দিনের ছেলে।

    জানা যায়, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের মাদক ব্যবসায়ী জাকির হোসেন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। একই এলাকার সগীর হোসেন তাকে মাদক ব্যবসা করতে নিষেধ করে এবং সতর্ক করে দেন। এ নিয়ে মাদক ব্যবসায়ী জাকির হোসেন তার ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। এর এক পর্যায়ে মারধর শুরু করেন। এসময় তার থাকা নাইন এমএম পিস্তল দিয়ে সগিরের পায়ে ৫ রাউন্ড গুলি করেন। এতে সগির হোসেন মাটিতে লুটিয়ে পরেন ও গুলির শব্দ শুনে স্থানীয়রা মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে অস্ত্রসহ আটক করে গনধোলাই দেয়। পরে পুলিশকে খরব দিলে ঘটনাস্থলে পুলিশে এসে আহত সগিরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সাথে মাদক ব্যবসায়ী জাকিরকে ৯ এমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ আটক করে। এসময় জাকিরের মাদকের আড্ডা খানায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে একটি দেশিও অস্ত্র উদ্ধার করেন।

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং অভিযুক্ত সন্ত্রাসী জাকিরকে পিস্তলসহ আটক করি। এ ঘটনায় আহত ছগিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    তিনি আরও বলেন, জাকির চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…