সিলেটে পরকীয়ার জেরে হোটেলে নিয়ে স্বামী ইমরানকে হত্যা মামলায় স্ত্রী খুশনাহার ও পরকীয়া প্রেমিক নাদিম আহমদ নাইম ও তার সহযোগীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট লিয়াকত আলী।
অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বেঞ্চ সহকারী কবির হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামিরা হলো- খুন হওয়া ইমরানের পরকীয়ায় আসক্ত স্ত্রী খুশনাহার (২২), নাদিম আহমদ নাইম (১৯) ও মাহমুদুল হাসান (২২)।
আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার জাফলং বাল্লাঘাটের রিভারভিউ আবাসিক হোটেলের নিচ থেকে আল ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। তবে এ সময় পালিয়ে যায় ওই যুবকের স্ত্রী খুশনাহার। সেদিন খুন হওয়া আল ইমরান (৩৩) কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।
পরে এই যুবকের পিতা আব্দুল জব্বার বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও আদালতে সাক্ষীদের জবানবন্দি শেষে বৃহস্পতিবার আদালত মামলার রায় দেন।
এসএফ