এইমাত্র
  • শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না ভারত: রিজভী
  • বৃহস্প‌তিবার লেবানন থেকে ফিরবেন ১০৫ বাংলাদে‌শি
  • দূতাবাসে হামলার প্রতিবাদে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানে উত্তাল বিএসএমএমইউ
  • কঠিন সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধান উপদেষ্টা
  • এবার পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ
  • আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনা হলো সাবেক দুই মন্ত্রীকে
  • ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র
  • গাজাজুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত ৩৬
  • হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই, ভারতকে স্মরণ করালেন মুশফিক
  • ফিলিপাইনে ৫.৬ মাত্রা ও তেলেঙ্গানায় ৫.৩ মাত্রায় ভূমিকম্প
  • আজ বুধবার, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৪ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    মিরসরাইয়ের সাংবাদিকদের হুমকি দিলে কাউকে ছাড় দেওয়া হবেনা’

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পিএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পিএম

    মিরসরাইয়ের সাংবাদিকদের হুমকি দিলে কাউকে ছাড় দেওয়া হবেনা’

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পিএম

    মিরসরাইয়ের কর্মরত সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম।

    মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের হুমকি-ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। যারা সাংবাদিকদের হামলা, হুমকি দিচ্ছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। জীবনবাজি রেখেই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি সাংবাদিকরা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না।

    মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন ও আনোয়ারুল হক নিজামের যৌথ সঞ্চানলায় মনবিনিময় সভায় বক্তব্য রাখেন সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এম আনোয়ার হোসেন, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন, বণিক বার্তার প্রতিনিধি রাজু কুমার দে, মানবকন্ঠের প্রতিনিধি নাছির উদ্দিন, জনকন্ঠের প্রতিনিধি রাজিব মজুমদার, ইত্তেফাকের মো. ইউছুফ প্রমুখ।

    মতবিনিময় সভায় সাংবাদিকরা আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, হত্যার হুমকিসহ বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। যখনই আমরা কোনো দুর্নীতি কিংবা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি তখনই চালানো হয় এসব নির্যাতন। আমরা স্বাধীন দেশের স্বাধীন পেশা সাংবাদিকতাকে পরাধীন হতে দেবো না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের লেখনি অব্যাহত থাকবে। এসময় তারা সাংবাদিকদের হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মতবিনিময় সভায় মিরসরাই উপজেলার কর্মরত সব সাংবাদিক উপস্থিত ছিলেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…