কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট এলাকায় একটি চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মীর কাশেম(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) দুপুর ২টা৩০ মিনিটের সময় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের লাগোয়া উত্তর পাশে রিংভং সোয়াজানিয়া জামে মসজিদ সংলগ্ন ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি।নিহতের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এফএস