কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের সাগর উপকূল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে প্রবালদ্বীপ ক্ষ্যত সেন্টমার্টিন উত্তর পাড়া কবরস্থান সংলগ্ন সাগর উপকুল থেকে জোয়ারের পানিতে ভেসে আসা এই মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।
মরদেহ উদ্ধার করার বিষয়টির সত্যতা সময়ের কন্ঠস্বরের কাছে নিশ্চিত করেছেন, টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত হিমেল বড়ুয়া।
তিনি জানান, ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালের দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাড়া এলাকা সংলগ্ন সাগর উপকূল থেকে হাত-পা বাঁধা অবস্থায় নাম-ঠিকানা বিহীন এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
এরপর বিষয়টি দ্বীপে দায়িত্বরত পুলিশকে অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
মৃতদেহ ব্যাক্তির হাত-পা রশি দিয়ে বাঁধা ও পরনে জিন্স প্যান্ট, গেঞ্জি ছিল। উদ্ধার কাজ শেষে মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এফএস