এইমাত্র
  • অবৈধ বাংলাদেশি ছাত্রদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ
  • হাইকোর্টে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
  • ‘ভারত-পাকিস্তান দ্বন্দ্ব ঘুচাতে সীমান্তে স্টেডিয়াম’
  • আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০
  • ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেইলি ব্রিজে ধস, বিকল্প পথে যান চলাচল
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪
  • মোংলা সমুদ্রবন্দর ১১৯৫ কি.মি. দূরে নিম্নচাপ
  • প্রবাসীদের জন্য নতুন ভিসা চালু করল আমিরাত
  • আজ শনিবার, ৭ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪
    আবহাওয়া

    বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১১ এএম
    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১১ এএম

    বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১১ এএম

    দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। বিশেষ করে শীত এলেই বাতাসের মান আরও ভয়ংকর হয়ে ওঠে। চলতি বছর শীতের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

    শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের তালিকা প্রকাশ করেছে। যেখানে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর।

    বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লি স্কোর ৩১২। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ। পাশাপাশি তালিকায় ২২৭ স্কোর নিয়ে দুই নম্বরে আছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দেশের রাজধানী ঢাকা। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর।


    এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) বায়ু দূষণের তালিকায় ২৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে এবং বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ২৫৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল ঢাকা। এ নিয়ে আজকে তৃতীয় দিনের মত ঢাকার বাতাস নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

    একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

    এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…