এইমাত্র
  • অবৈধ বাংলাদেশি ছাত্রদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ
  • হাইকোর্টে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
  • ‘ভারত-পাকিস্তান দ্বন্দ্ব ঘুচাতে সীমান্তে স্টেডিয়াম’
  • আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০
  • ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেইলি ব্রিজে ধস, বিকল্প পথে যান চলাচল
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪
  • মোংলা সমুদ্রবন্দর ১১৯৫ কি.মি. দূরে নিম্নচাপ
  • প্রবাসীদের জন্য নতুন ভিসা চালু করল আমিরাত
  • আজ শনিবার, ৭ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪
    আন্তর্জাতিক

    তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ এএম

    তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ এএম

    ইসরাইলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। এতে অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের শহর তেল আবিবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে।

    ইসরাইলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বলেছে, কেউই গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন।

    এর আগে ফিলিস্তিনের শেহাব ও কুদস সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

    টাইমস অব ইসরাইল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে উঠে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়।

    ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আরও হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

    গত বৃহস্পতিবার ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর কথা জানায় ইসরাইলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

    ইয়েমেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলের হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। ওই হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয় হুতিরা।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…