এইমাত্র
  • এক মাস পর মাঠে ফিরছেন মুস্তাফিজ
  • পাকিস্তানে সশস্ত্র হামলা, ১৬ সেনা নিহত
  • অন্তবর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির
  • জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে
  • রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি
  • বড় খেলোয়াড়দের কূটকৌশল পুঁজিবাজার অস্থিতিশীল করে: অর্থ উপদেষ্টা
  • আমাদের রান্না ঘরে উঁকি দেওয়ার চেষ্টা করবেন না: জামায়াত আমীর
  • চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার
  • ‘পরিবহন খাতে আগে একদল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এখন অন্যদল জড়িত’
  • আজ শনিবার, ৭ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    যশোরে সড়কে ঝরলো ৩ প্রাণ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

    যশোরে সড়কে ঝরলো ৩ প্রাণ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

    যশোরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ও আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২ টার মধ্যে এসব দুর্ঘটনাগুলো ঘটে।

    নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে বুলু মিয়া (৫০), মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হালসা গ্রামের সবেদ আলীর ছেলে আফজাল হোসেন (৩৫) ও যশোর শহরের খোলাডাঙ্গা হাফিজুর রহমানের ছেলে ইমরান (৩০)।

    স্থানীয়রা জানিয়েছেন, গাজীর দরগাহ তেল পাম্পের পাশে বুলু মিয়ার মুদি দোকান রয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি দোকান থেকে বের হয়ে যশোর-বেনাপোল সড়ক পার হচ্ছিলেন। এসময় এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গাছে আঘাত করে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক বুলুকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

    একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মণিরামপুর উপজেলার স্মরণপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক আফজাল হোসেনের মৃত্যু হয়৷ নিহতের স্বজনরা জানিয়েছেন, ঝিকরগাছা থেকে মোটরসাইকেল চালিয়ে মণিরামপুর ফিরছিলেন আফজাল। পথিমধ্যে স্মরণপুরে পৌঁছালে সামনে থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনি সড়কের পাশে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে যান। আফজালের শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। তাকে নিয়ে জরুরি বিভাগে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এদিকে, শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কেশবপুর উপজেলার কালীবাড়ি বাইশা এলাকায় সিএনজি ও ইজিবাইকের সংঘর্ষে পথচারি ইমরানের মৃত্যু হয়। তিনি খোয়া ভাঙা শ্রমিকের কাজ করতেন। ঘটনার সময় কাজ শেষ করে ফিরছিলেন।

    স্থানীয়রা জানান, সিএনজি ও ইজিবাইকের সংঘর্ষে পথচারী ইমরান আহত হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমরানকে মৃত ঘোষণা করেন।

    হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবাইদা জানান, হাসপাতালে তাদেরকে মৃত অবস্থায় আনা হয়। সড়ক দুর্ঘটনায় মাথা বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…