এইমাত্র
  • এক মাস পর মাঠে ফিরছেন মুস্তাফিজ
  • পাকিস্তানে সশস্ত্র হামলা, ১৬ সেনা নিহত
  • অন্তবর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির
  • জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে
  • রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি
  • বড় খেলোয়াড়দের কূটকৌশল পুঁজিবাজার অস্থিতিশীল করে: অর্থ উপদেষ্টা
  • আমাদের রান্না ঘরে উঁকি দেওয়ার চেষ্টা করবেন না: জামায়াত আমীর
  • চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার
  • ‘পরিবহন খাতে আগে একদল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এখন অন্যদল জড়িত’
  • আজ শনিবার, ৭ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বড়দিন উপলক্ষে রাঙ্গামাটিতে আইন শৃঙ্খলা সভা

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম
    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

    বড়দিন উপলক্ষে রাঙ্গামাটিতে আইন শৃঙ্খলা সভা

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

    আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ শীর্ষক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রসাশক মোহাম্মদ হাবিব উল্লাহ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সহ বিভিন্ন খ্রিস্টান চার্চের প্রতিনিধিসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা। এছাড়া, ভিডিও কনফারেন্সে ১০ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগন সংযুক্ত ছিলেন।

    সভায় পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন বড় দিন উপলক্ষে প্রত্যেকটা চার্চ যাতে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয় সে বিষয়ে গুরুত্বারোপ করেন। সিসি ক্যামেরার আওতায় না থাকলে দুষ্কৃতিকারীরা সুযোগ গ্রহণ করে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে মন্তব্য করেন। এছাড়া বড় দিন এবং থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙ্গামাটি জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।

    জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন এবং থার্টিফার্স্ট নাইটে যাতে কোন ধরনের অপ্রীতিকর কোন কিছু না ঘটে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নানান কর্মকাণ্ড পরিচালনা করা হবে। মাদকের অপব্যবহারের বিরুদ্ধে,ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনার কথাও তিনি তুলে ধরেন। তাছাড়া তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর কে স্ব-স্ব দায়িত্ব সুচারুভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় জেলা প্রশাসক বড়দিন শান্তিপূর্ণভাবে উদযাপন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

    এতে বিভিন্ন চার্চের প্রতিনিধিরা বড়দিন উদযাপনের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং বড়দিনের সকল আয়োজন সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের কাছে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…