পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেট এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতমো. মোমিনুল সরকার (৪০) উপজেলার প্রধানাবাদ ঢাকাইয়াপাড়ার বাসিন্দা মো. ইয়াদ আলী সরকারের ছেলে।
জানা গেছে, পঞ্চগড়ের দেবীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর অভিযানে ৮৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মো. মোমিনুল সরকার নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিনুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান সরবরাহ করতেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এইচএ