নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার ধানদী কামিল মাদ্রাসার সূবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।
বৃষ্টি উপেক্ষা করে সকাল আটটা থেকেই সাবেক ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের মানুষ মাদ্রাসা মাঠে উপস্থিত হতে থাকে। একপর্যায়ে পুরো প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনুষ্ঠান চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. শামছুল আলম। প্রধান বক্তা ছিলেন সাবেক শিক্ষার্থী বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মাদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সূবর্ণ জয়ন্তীর আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন, ইসলামী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. মু. ইদ্রিশ আলী, তথ্য মন্ত্রনালয়ের পরিচালক মাদ্রাসার সাবেক ছাত্র সৈয়দ আব্দুল মোমেন, বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল আইনজীবী মুজাহিদুল ইসলাম, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমির হামজা, ঝালকাঠির সহকারী জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম প্রমুখ।
এই সময়ের মধ্যে র্যালি, আলোচনা সভা, স্মারকগ্রন্থ প্রকাশ, ক্যাম্পাসে ৫০টি বৃক্ষ রোপণ করা হয়। গুনিজন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে সবাই।
এমআর