এইমাত্র
  • ৩০০ মিলিয়ন ডলার পাচার অভিযোগে হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
  • মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, রক্ষা পেল ৩ সহস্রাধিক যাত্রী
  • সিরিয়ায় পররাষ্ট্র-প্রতিরক্ষামন্ত্রীর পদে বিদ্রোহীরা
  • গ্রীন লাইফ হাসপাতালে ডাক্তার ছাড়াই ওপেন হার্ট সার্জারিতে রোগীর মৃত্যুর অভিযোগ
  • ঢাকার মঞ্চে সুর ছড়াতে কার্পণ্য করেননি রাহাত ফতেহ আলী খান
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে ১০ গাড়ির সংঘর্ষ, নিহত ১
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা
  • শিরোপার খুব কাছে গিয়েও পারলো না বাংলাদেশ
  • ফাইনাল ম্যাচে ভারতকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ১১৮
  • নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা
  • আজ রবিবার, ৮ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    শেখ হাসিনা ছিলো ভারত সরকারের মুখ্যমন্ত্রী: চরমোনাই পীর

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম

    শেখ হাসিনা ছিলো ভারত সরকারের মুখ্যমন্ত্রী: চরমোনাই পীর

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম

    আওয়ামী লীগ দেশটাকে ভারত বানিয়ে রেখেছিলো, এবং শেখ হাসিনা ছিল ভারত সরকারের মুখ্যমন্ত্রী। কারণ শেখ হাসিনা যখন প্রথম প্রধানমন্ত্রী হয়ে ভারত সফরে গিয়েছিল ভারত সরকার তাকে মুখ্যমন্ত্রী সম্মান করেছিল।

    তিনি আরো বলেন, ৫৩ বছরে বিভিন্ন দল ধোঁকা দিয়ে বোকা বানিয়ে স্বার্থ হাসিল করেছে। কিন্ত আনা, ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলাম নামক এই গাছটা বটবৃক্ষর চেয়েও শক্তিশালী হয়ে সংসদে যাক।

    তিনি বলেন,আওয়ামীলীগকে দালাল বলবো না, আওয়ামীলীগ ভারতেরই সরকার ছিলো বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।

    শনিবার ( ২১ ডিসেম্বর) বিকেলে ৩ টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য এমন মন্তব্য করেন। তিনি আরো বলেন, ভারত ১৬ ডিসেম্বর কে বিজয় দিবসকে মানে না, তারা তাদের বিজয় দাবি করে বলেও মন্তব্য করেন তিনি।

    প্রধান অতিথির বক্তব্য পীর সাহেব চরমোনাই বলেন, আমরা যখন সংখ্যালঘুরাদের নিরাপত্তায় পাহারাদার ছিলাম তখন একটি দল দখল,চাদাবাজিতে ব্যস্ত ছিলো। বিএনপিকে ধিক্কার জানিয়ে তিনি বলেন,আওয়ামীলীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি। তারা হয়তো ভুলে গেছে আওয়ামীলীগের জুলুম ও নির্যাতনের কথা। ক্ষমতায় যাওয়ার জন্য আজ বিএনপি অন্ধ হয়ে গেছে। বিএনপির কত লোক সন্তন হারা হয়েছে,কত রক্ত ঝড়েছে আপনাদের কর্মীদের সেগুলো ভূলে গেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে লড়ার জন্য প্রস্তুত আছে বলেও হুশিয়ারী দিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, শেখ হাসিনা বলে ভারতকে যা দিয়ে তা ভারত ভুলবে না। কিন্তু আমাদের প্রশ্ন তিনি ভারতের কাছ থেকে কি নিয়ে এসেছে? আমরাই ভারতের প্রতিটি যড়ষন্ত্রের প্রতিবাদ করেছি।

    চরমনোই পীর বলেন, সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা কী ভালো আছে? সারা দেশে হিন্দুদের জানমালে কোনো আঘাত না আসে, এ জন্য আমরা কাজ করেছিলাম। সর্বপ্রথম আমরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি। এটাই ইসলাম আমাদের শিখিয়েছে।

    নির্বাচন বিষয়ে তিনি বলেন, আমরা কখনওই পরগাছা হবো না। ক্ষমতায় গিয়ে আমাদের ব্যবহার করবে তা হবে না। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই সজাগ থাকতে হবে।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলার সভাপতি হাফেজ আজহারুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব‌্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ‌্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস‌্য মুফতী আব্দুর রহমান কাসেমী ও শাইখুল হাদীস মুফতী ফজলুল করীম শাহারিয়া।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…