বরগুনার তালতলীতে এক মুদি দোকানে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ খাইরুল মুন্সী (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ফকিরহাট বাজারের মুদি দোকান থেকে তাকে আটক করেন। আটক খাইরুল একই এলাকার জলিল মুন্সীর ছেলে।
জানা যায়, উপজেলার ফকিরহাট বাজারে খাইরুল মুন্সী মুদি মনোহরির দোকান দেয়। এই দোকানের আড়ালে তিনি মাদক বিক্রি করেন। এমন মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম নিয়ে ঐ মুদি দোকানে অভিযান পরিচালনা করেন। পরে তার কাছ থেকে ৭পিস ইয়াবাসহ তাকে আটক করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, সে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করে আসছিল। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। খাইরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এআই