এইমাত্র
  • জীবনটা সোশ্যাল মিডিয়ায় মত সহজ হলে ভালোই হতো: নুসরাত ফারিয়া
  • পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা আরশ খান
  • ফের করাচি থেকে আসা পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে
  • চিকিৎসার জন্য ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
  • ওমরাহ পালন করলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকটকার খাবি লেম
  • চাঁদে বসতি গড়তে কাজ শুরু করছে জাপান
  • তথ্য বিক্রির দায়: এনআইডি তথ্যভান্ডার থেকে বিসিসির সংযোগ বিচ্ছিন্ন
  • দুদক চেয়ারম্যানের কত সম্পদ, জানালেন নিজেই
  • বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে যে শিক্ষা নিতে বললেন মিঠুন
  • তথ্য উপদেষ্টার সঙ্গে সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলীর সাক্ষাৎ
  • আজ সোমবার, ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    লাইভে ‘জুবায়েরপন্থী’ বলায় টাঙ্গাইলে ডিবিসির সাংবাদিকের উপর হামলা

    রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পিএম
    রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

    লাইভে ‘জুবায়েরপন্থী’ বলায় টাঙ্গাইলে ডিবিসির সাংবাদিকের উপর হামলা

    রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

    লাইভ সংবাদ চলাকালে জুবায়েরপন্থি শব্দ উচ্চারণ করায় টাঙ্গাইলে ডিবিসি নিউজের সাংবাদিক সোহেল তালুকদারের ওপর হামলা করেছে জুবায়েরপন্থি অনুসারীরা।

    রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় নানান দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে এমন ঘটনা ঘটে। এ সময় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে ৬ সাংবাদিক আহত হয়েছেন।

    জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় জড়িত সাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধের দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিতে যান জুবাায়েরপন্থীরা। এসময় জেলা প্রশাসক ও এসপির বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালন করেন জুবায়েরপন্থীরা। বিকেল ৩টার সংবাদে ডিবিসি নিউজে লাইভ চলাকালীন রিপাের্টার সোহেল তালুকদার ‘জুবায়েরপন্থী’ শব্দ উচ্চারণ করায় তার ওপর হামলা করে অনুসারীরা। এসময় সোহেল তালুকদারকে উদ্ধারে এগিয়ে গেলে তাদের ওপর হামলা করে জুবায়েরপন্থীরা।

    হামলায় অন্য যারা আহত হয়েছেন তারা হলেন- ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি অলক কুমার দাস ও বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জলসহ ছয় সাংবাদিক।

    আহত ডিবিসি নিউজের সাংবাদিক সোহেল তালুকদার বলেন, 'লাইভে শুধু জুবায়েরপন্থী বলছি। এতে ক্ষিপ্ত হয়ে জুবায়েরপন্থীরা সাংবাদিকদের উপর হামলা করে।'

    এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

    জুবায়েরপন্থী মুরুব্বি মুফতি আব্দুর রহমান বলেন, এ ঘটনাটি নিছক একটি ভুল বোঝাবুঝি। পরে ওই সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে বিষয়টির মীমাংসা হয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল মডেল থানার ওসি মো. তানভীন হোসেন রাত সাড়ে ১০টায় মুঠোফোনে সময়ের কণ্ঠস্বরকে বলেন, বিকালে ওই ঘটনার সময় আমি ডিউটিরত অবস্থায় পাশেই ছিলাম। যার ফলে পুরো বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ না পাওয়ায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…