দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীর ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা, ইজতেমার মাঠ দখলের পায়তারা ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফিশারি ঘাট জামে মসজিদ ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার ফটকে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা সাদ পন্থীদের আওয়ামী দোসর উল্লেখ করে বলেন তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। অচিরেই সাদ পন্থীদের সকল কার্যক্রম এই দেশে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় দেশের আলেম সমাজ কঠোর আন্দোলন করতে বাধ্য হবে। এছাড়া রাঙামাটির পাবলিক হেলথ জামে মসজিদে সাদ পন্থীদের কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি হাজী শরীয়তুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় ওলামায়ে কেরাম গণ উপস্থিত ছিলেন।
এমআর