পটুয়াখালীর বাউফল উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। ’বাউফল উন্নয়ন ফোরাম’ কালাইয়া ইউনিয়ন শাখার উদ্যোগে রোববার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় কালাইয়া মানিক মিয়া ভবনের সামনে বিতরন করা হয়।
’বাউফল উন্নয়ন ফোরাম’ এর চেয়ারম্যান জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুইশতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন।
’বাউফল উন্নয়ন ফোরাম’ কালাইয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম বলেন, সংগঠনের মাধ্যমে আমাদের সামাজিক কার্যক্রম চলমান থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ’বাউফল উন্নয়ন ফোরাম’ এর উপজেলা শাখার আহ্বাবায়ক মো.আসাদুজ্জামান সোহাগ।
এমআর