পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ আইন মানে, শুধু মানুষ মানতে চায় না। আল্লাহর আইন মেনে বাংলাদেশের সবুজ ভূখণ্ডে একদিন আল্লাহর দ্বীন কায়েম হবে।
শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে মিরসরাই উপজেলায় মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা মরহুম নুরুল মোস্তফা কামাল মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচকের বক্তব্য এসব কথা বলেন ঢাকা, মিছবাহুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাহমুদুল হাসান।
তিনি আরও বলেন, বদরের প্রন্তরে রাসূল (সঃ) দু-হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন 'হে তুমি মুমিনদের যে বিজয় দেয়ার ওয়াদা করেছিলা আজকে তুমি তা পূরণ করে দাও'। সে দোয়ার বিনিময়ে যেমন বদরে মুমিনরা বিজয় পেয়েছিলো, তেমনি আজও মুমিনরা বাংলাদেশেরে আল্লাহর আইন বাস্তবায়নের যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন আল্লাহ অবশ্যই পূরণ করবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সহকারী কৌসুলি এড. নুরুল করিম এরফানের সভাপতিত্বে এবং জাবেদ ভূঁইয়া ও মাওলানা ওলি উল্লাহ'র যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন- আবুতোরাব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ এমদাদুল হক নিজামী এবং মাওলানা মিজানুর রহমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড. সাইফুল ইসলাম, শিক্ষাবিদ ও নজরুল গবেষক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, মিরসরাই থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, সমাজসেবক- শাহাদাত হোসেন, নজরুল হোসেন রাসেল, সাইফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
এমআর