নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিদেশ ভ্রমণে বিশেষ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার(২২ ডিসেম্বর) রেজিস্টার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসেন চৌধুরি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দফতর ও হল অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের (প্রযোজ্য ক্ষেত্রে) নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ অনুসরণ করার অনুরোধ করা হলো: যেকোন ছুটিতে বিদেশ ভ্রমণের পর নির্ধারিত সময়ে আসতে না পারলে সাথে সাথেই যথাযথ কারণ সংশ্লিষ্ট ডকুমেন্টসহ কর্তৃপক্ষকে জানাতে হবে; বিদেশ থেকে এসে যোগদানপত্রের সাথে পাসপোর্টের কপি জমা দিতে হবে; শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগন কর্তব্যরত ছুটির আবেদনে কত তারিখ থেকে কত তারিখ, মোট কতদিন ও আর্থিক সুবিধাসহ না আর্থিক সুবিধা ব্যতীত তা সুস্পষ্টভাবে উল্লেখ করবেন।
বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, কর্তব্যরত ছুটির বিলের আবেদনসমূহ ভ্রমন সম্পন্ন হওয়ার অনধিক ২ (দুই) সপ্তাহের মধ্যে রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে; কর্মকর্তা-কর্মচারীগণ চাকরি স্থায়ীকরণ, উচ্চতর গ্রেড প্রাপ্তি ও আপগ্রেডেশন আবেদনের সাথে অফিস প্রধানের প্রত্যয়নপত্র জমা দিবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমআর