সুনামগঞ্জের ষোলঘর স্টেডিয়াম খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টা ব্যাপী মানববন্ধনে পৌরসভার বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী সচেতন নাগরিকগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের বৃহত্তর ষোলঘর এলাকাবাসীর ব্যানারে স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক লুৎফুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, জয়নাল আবেদীন পীর, আব্দুল ওয়াদুদ পীর, এনরান হোসেন শেমল, মাহবুবুর রহমান রুবেল প্রমুখ।
মানববন্ধনে বক্তাগন ক্ষোভ প্রকাশ করে শিশু-কিশোরদের মেধা বিকাশের স্বার্থে বাণিজ্য মেলার মাঠ অন্যত্র স্থানান্তরের দাবি তুলেন তারা জানিয়েছেন,খেলার মাঠ বন্ধ করে প্রতি বছর বাণিজ্য মেলার নামে মেলা আয়োজন করে অতিরিক্ত শব্দ গান বাজনাসহ সার্কাসের মহড়া মাধ্যমে এলাকার পরিবেশ বিনষ্ট করা হয়। অপর দিকে দীর্ঘ দিন মেলার জন্য মাঠ বন্ধ থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত হন এলাকার৷ শিশু কিশোর, ক্রীড়ামোদীরা।
বক্তাগন আরও জানিয়েছেন,খেলার মাঠে মেলা আয়োজনে কোনো বিধিবিধান না থাকলেও অর্থনৈতিক সুবিধার মাধ্যমে প্রতিবছরই মেলার অনুমোদন দেয়ার অভিযোগ তুলেন বক্তারা।
এলাকাবাসীর দাবি উপেক্ষা করে মেলা আয়োজন করলে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি প্রদান করেন সংশ্লিষ্টরা।
এমআর