ঘন কুয়াশায় কারণে গতকাল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ৪টি দুর্ঘটনায় ১০টি গাড়ির সংঘর্ষে একজন নিহত হওয়ার পর ফের আজ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কভার্ড ভ্যানের সাঙ্গে প্রাইভেটকার সংঘর্ষে পান্না বনিক(৩৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ৫ জন।
সোমবার ভোর ৫টার দিকে কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘণ কুয়াশায় কারণে পণ্যবাহী কভার্ডভ্যান প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত পান্না বনিক(৩৫) কিশোরগঞ্জের বাজিতপুরের খোকন রায়ের স্ত্রী। আহতরা হলেন একই এলাকার সুশান্ত ঘোষের স্ত্রী শিল্পী ঘোষ, দীপক বনিকের
ছেলে দীপ্ত বনিক, বি-বাড়িয়ার নাসির নগরের ইশিতা ঘোষ (১৩)সহ মাগুরার চাদপুর এলাকার ইউনুছ মোল্লার ছেলে কাভার ভ্যান চালক মাহফুজ(৩৩)।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক আতিকুর রহমান বলেন, ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কভার্ড
ভ্যান প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কার আরোহী ওই নারী নিহত হয়। প্রাইভেট কারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এ
দূর্ঘটনা এক নারী নিহতসহ আরো ৫ জন আহত হয়েছে। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রবিবার ভোর ৪টার দিকে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। একই সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে চাপা দিলে আহত হন আরও কয়েকজন।
এবি