মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
নারী ও শিশু অধিকার ফোরাম উপজেলার কমিটির উদ্যোগে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কোলা ক্লাব মাঠে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।
আরও উপস্থিত ছিলেন, নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো.জসিম মোল্লা, নারী ও শিশু অধিকার ফোরামের সহ-সভাপতি বিউটি আক্তার তিশা, নারী ও শিশু অধিকার ফোরাম সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, দক্ষিণ কোরিয়া বিএনপির আহবায়ক সদস্য কাইয়ুম চৌধুরী শুভ,
নারী ও শিশু অধিকার ফোরাম ১নং যুগ্ম সাধারন সম্পাদক কাজী কামরুজ্জামান লিপু,কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের খান, নারী ও শিশু অধিকার ফোরামের দপ্তর সম্পাদক রিমন,ক্রিয়া সম্পাদক মো. রাকিব মোল্লা, সহ-দফতর সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এআই