দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টানা ৪ দিন থেকে বইছে মৃদু শৈত্যপ্রবাহ । সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চলছে এই শৈত্যপ্রবাহ। তবে দিনের বেলা স্বাভাবিক থাকছে এই অঞ্চলের তাপমাত্রা। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিলো ৯১ শতাংশ। গত ৩ দিন থেকে তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রী থেকে ৯ দশমিক ৫ ডিগ্রীর মধ্যে ওঠানামা করছে।
এদিকে বেড়েছে দিনের তাপমাত্রা। তেঁতুলিয়ায় গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রী সেলসিয়াস। ফলে যার কারনে অনেকটাই শীতের অনুভব কম কয়েকদিন থেকে।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন , তেঁতুলিয়ায় গত ৪ দিন থেকে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত মঙ্গলবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা প্রতিদিন দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস বাড়ছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রী সেলসিয়াস।
এইচএ