এইমাত্র
  • সচিবালয়ে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটির কাজ শুরু
  • মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • ভারতের স্বার্থে বনবিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মান করা হয়েছে
  • নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই
  • পাবনায় ট্রাকের ধাক্কায় ৩ শ্রমিকের মৃত্যু
  • ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর
  • জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণকে পাশে চাইলেন জামায়াত আমির
  • সচিবালয়ে অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা এখনই বলা যাচ্ছে না: ফায়ার সার্ভিসের ডিজি
  • দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি : মির্জা ফখরুল
  • সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগোতে পারবে না: প্রধান উপদেষ্টা
  • আজ শনিবার, ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪
    আন্তর্জাতিক

    গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ এএম

    গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ এএম
    ছবি: সংগৃহীত

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন মেডিকেল স্টাফও রয়েছেন।

    বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনে এই হামলা চালায় ইসরায়েল।

    আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেন, যে ভবনটিতে ইসরায়েল হামলা চালিয়েছে, সেটিতে হামলার শিকার মেডিকেল স্টাফরা তাদের পরিবার নিয়ে বাস করতেন। নিহতদের মধ্যে ১ জন শিশু বিশেষজ্ঞ, ১ জন ল্যাব টেকনিশিয়ান, ২ জন অ্যাম্বুলেন্স কর্মী ও রক্ষণাবেক্ষণ কর্মীদের ১ জন সদস্য রয়েছেন।

    ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দিতে ইসরায়েল গত ৫ অক্টোবর থেকে উত্তর গাজায় বড় আকারের স্থল আক্রমণ শুরু করে। ফিলিস্তিনিরা অবশ্য ইসরায়েলকে এলাকাটি দখল করতে এবং সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য অভিযুক্ত করেছে।

    ইসরায়েলের সেই স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে খাদ্য, ওষুধ এবং জ্বালানিসহ পর্যাপ্ত মানবিক সহায়তা এই অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এর ফলে সেখানে অবস্থানরত অবশিষ্ট জনসংখ্যা সম্ভাব্য দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

    উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হামাসের সেই আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় ৪৫ হাজার ৩৯৯ জন মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

    ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

    এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

    মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

    এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

    গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

    সূত্র: এএফপি ও আলজাজিরা

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…