এইমাত্র
  • মানুষের ভোট নিয়ে খেলতে চাইলে পরিণতি খারাপ হবে: টুকুর হুঁশিয়ারি
  • ভারতে ধর্মীয় সহিংসতা বন্ধে মোদীকে চিঠি দিলেন খ্রিষ্টান নেতারা
  • চাঁদ দেখা গেছে, আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাত পবিত্র শবে মেরাজ
  • একযোগে পুলিশের ৬৫ কর্মকর্তা বদলি
  • সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন: তারেক রহমান
  • ময়মনসিংহে ধান ক্ষেতে পড়ে ছিল লক্ষীপুরের ইউপি সদস্যের লাশ
  • নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ নিহত ২
  • পাত্র খোঁজা হচ্ছে মনের মতো পাত্র পেলে বিয়ে করব: আজমেরী হক বাঁধন
  • ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে
  • অশ্বিনকে টপকে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বুমরাহর ইতিহাস
  • আজ বুধবার, ১৮ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় আসবে: আনিসুর রহমান

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ পিএম

    সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় আসবে: আনিসুর রহমান

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ পিএম

    এখনো চূড়ান্ত বিজয় আসেনি। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারলেই চূড়ান্ত বিজয় আসবে বলে দাবী করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি রবিবার বেলা আড়াইটার দিকে মাদারীপুরে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস)’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না। পরে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ থেকে স্বেরাচার পালিয়ে যাওয়ায় নতুন গণতন্ত্রের দিকে দেশ আগাচ্ছে। এখানে অনেকেই অবদান আছে। যারা রক্ত, শ্রম, সময়, অর্থ আর দু’কলম লিখে এ আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, তাদের সবারই অবদান আছে। তাই নিজেদের ভিতর কোন ভেদাভেদ রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন সম্ভবনাকে কাজে লাগাতে হবে।

    তিনি এসময় আগামীতে তত্ত্ববধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু ও অবাদ নির্বাচন আয়োজনের দিকে আগাতে অন্তবর্তীকালিন সরকারকে অনুরোধ করেন। জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহবায়ক শাহ্ মো. এশরারুল হক নিলু। এসময় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, সদস্য শফিকুল হাসান রতন, শাহ মো. বিল্লাল হোসেন প্রমুখ। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…