নাটোরের সিংড়ায় গভীর রাতে পৌর এলাকায় বিভিন্ন দেয়ালে দেয়ালে লেখা হয়েছে ‘জয় বাংলা’ 'পলক সিংড়া আবার আসবে' শেখ "হাসিনা সিংড়া বাসীর পাশে আছে" জয় বাংলা পলক ভাই ভয় নাই"।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে মুখোশ পরে কে বা কারা এ স্লোগান গুলো লেখেন। ফেসবুক ভিডিওতে দেখা গেছে, মুখোশ পরা এক যুবক স্প্রে পেইন্ট বোতল দিয়ে এ স্লোগান গুলো লিখছে। জানা গেছে, সিংড়া কলেজ রোড, জয় বাংলা মোড়, বালুয়া বাসুয়া ও দমদমা রোডসহ বিভিন্ন এলাকার দেয়ালে লেখা হয়েছে এসব স্লোগান।
বুধবার (১ জানুয়ারি) দুপুরের দিকে ‘জয় বাংলা’ 'পলক সিংড়া আবার আসবে' শেখ "হাসিনা সিংড়া বাসীর পাশে আছে" জয় বাংলা পলক ভাই ভয় নাই" এসব লেখা স্প্রে পেইন্ট মুছে দেন স্থানীয়রা।
এমআর