এইমাত্র
  • মানুষের ভোট নিয়ে খেলতে চাইলে পরিণতি খারাপ হবে: টুকুর হুঁশিয়ারি
  • ভারতে ধর্মীয় সহিংসতা বন্ধে মোদীকে চিঠি দিলেন খ্রিষ্টান নেতারা
  • চাঁদ দেখা গেছে, আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাত পবিত্র শবে মেরাজ
  • একযোগে পুলিশের ৬৫ কর্মকর্তা বদলি
  • সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন: তারেক রহমান
  • ময়মনসিংহে ধান ক্ষেতে পড়ে ছিল লক্ষীপুরের ইউপি সদস্যের লাশ
  • নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ নিহত ২
  • পাত্র খোঁজা হচ্ছে মনের মতো পাত্র পেলে বিয়ে করব: আজমেরী হক বাঁধন
  • ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে
  • অশ্বিনকে টপকে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বুমরাহর ইতিহাস
  • আজ বুধবার, ১৮ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    ছাত্রজনতার ওপর হামলা

    সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ চার নেতা কারাগারে

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পিএম

    সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ চার নেতা কারাগারে

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পিএম

    সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলার মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামীলীগের সহসভাপতি নাদের বখতসহ চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে তারা দ্রুত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক নির্জন মিত্র।

    কারাগারে পাঠানো অপর নেতারা হলো,জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী,সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ও ছাত্রলীগ কর্মী মছিবুর ইসলাম।

    আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় এজলাস থেকে নেমেই জয় বাংলা স্লোগান ধরেন আসামিরা। এসময় তাদের সঙ্গে আদালত প্রাঙ্গণে থাকা অন্য নেতাকর্মীরাও স্লোগান দিতে থাকেন। তবে আদালত প্রাঙ্গণে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু জানান,গত ৪ আগস্টের যে হামলায় নাদের বখতকে জড়ানো হয়েছে কোনো ভাবেই এই মামলায় জড়িত নন। তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে দ্রুত বিচার আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

    প্রসঙ্গত,গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদ গত ২ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনের নামে মামলা করেন। এদের মধ্যে নাদের বখত ৬ নম্বর এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী ২৭ ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ২৮ নম্বর আসামি। অন্য দুইজনও এই মামলার আসামি। এই মামলায় অজ্ঞাত আসামি ২০০ জন।

    এরইমধ্যে এই মামলার আসামি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক,তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন কিছুদিন কারাভোগ করে জামিনে রয়েছেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…