মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ও টংক আন্দোলনে মহান কমরেড মণি সিংহের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ।
দিনটি উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় নেত্রকোনার দুর্গাপুরের পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে মণি সিংহের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এর আগে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মেলা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এই বছর মেলার উদ্বোধন করেন মেলা উদযাপন কমিটির আহবায়ক ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ। প্রতি বছরের ন্যায় এবারও মণিসিংহ স্মরণে এমকেসিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিনব্যাপী মেলা আয়োজন করা হয়েছে। চলবে ৬য় জানুয়ারি পর্যন্ত।
তবে গত বছর জাতীয় নির্বাচনের কারণে মেলা আয়োজন বন্ধ থাকায় প্রায় দুই বছর পর হচ্ছে মেলা।
এআই