বরিশালের গৌরনদী ইটভাটায় অনিয়মের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের এমএসস ইট ভাটায় এই জরিমানা করা হয়।
যে সব অভিযোগ পাওয়া গেছে এর মধ্যে কাঠ পোড়ানোর, নদী থেকে মাটি কাটা ও ইটের মাপ সঠিক না থাকায় ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার বাউরগাতি গ্রামে সরকারি আইন মেনে ইটভাটা গড়ে উঠলেও সস্পুর্ন অবৈধ কর্মকান্ডের সাথে জরিত,এসব ইটভাটায় জ্বালানী হিসেবে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে, নদী থেকে রাতের আধারে মাটি কাটা এবং ইটের সাইজ সঠিক না থাকার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এসময় অবৈধ কর্মকান্ডের সত্যতা পেয়ে এমএসএস ইটভাটার মালিক আল- মামুন খানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এমআর