এইমাত্র
  • জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে
  • তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাজ্য
  • সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
  • ভারতের গুজরাটে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩
  • এবার ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেনের
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থী বহিষ্কার
  • সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
  • বাধ্যতামূলক ছুটিতে আরও ৫ ব্যাংকের এমডি
  • যুক্তরাষ্ট্রে এক বছরে গ্রেফতার ৭৪ হাজার অভিবাসী
  • ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন না ৫০ বিচারক
  • আজ রবিবার, ২২ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    ভৈরবে গৃহবধূকে গণধর্ষনের অভিযোগে থানায় মামলা, গ্রেফতার ১

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম

    ভৈরবে গৃহবধূকে গণধর্ষনের অভিযোগে থানায় মামলা, গ্রেফতার ১

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম

    ভৈরবে গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগে থানায় একটি মামলা করা হয়। আজ শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গৃহবধূর স্বামী বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলাটি দায়ের করেন তিনি (মামলা নং-৬) ।

    গতকাল বৃহস্পতিবার রাত ২টায় উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে ঘটনাটি ঘটে।

    ধর্ষনের অভিযুক্তরা হলেন- একই গ্রামের প্রতিবেশী শওকত মিয়ার ছেলে মোশারফ মিয়া (২৬), জাহির উল্লাহ'র ছেলে শাহ আলম (৩০) ও মানিক মিয়ার ছেলে আনোয়ার মিয়া (৩৫)। মামলা দায়ের করার পর অভিযুক্ত আসামি আনোয়ার মিয়াকে পুলিশ গ্রেফতার করে। ধর্ষিতা ভিকটিমকে আজ শুক্রবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগন্জে পাঠিয়েছে পুলিশ।

    মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামীর (আব্বাছ মিয়া) সাথে প্রতিবেশী অভিযুক্তদের পূর্ব শত্রুতা ছিল। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে তার স্বামী বাসায় ছিলনা। গৃহবধূ বাসায় একা আছে জেনে অভিযুক্তরা রাত ২টায় তার ঘরে দরজা ভেঙে ঢুকে। এসময় গৃহবধূর মুখ চেপে ধরে প্রথমে মোশারফ তাকে জোর করে ধর্ষন করে। পরে তারা দুজন শাহ আলম ও আনোয়ার তাকে পর পর ধর্ষন করে সবাই পালিয়ে যায়। ঘটনার পর গৃহবধূ অজ্ঞান হয়ে পড়ে। পরে তার জ্ঞান ফিরে এলে রাতেই গৃহবধূ তার স্বামীকে ধর্ষনের ঘটনাটি অবহিত করে। ঘটনার রাতে স্বামী ঢাকা ছিল। খবর পেয়ে আজ শুক্রবার সকালে স্বামী ঢাকা থেকে ভৈরবে এসে থানায় এবিষয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতার করলেও অপর দুইজন আসামী পালিয়ে যায়।

    এব্যাপারে গৃহবধূর স্বামীর সাথে থানায় কথা হলে তিনি বলেন, অভিযুক্তদের সাথে আমার পূর্ব শত্রুতা ছিল। গতরাতে আমি একটি কাজে ঢাকায় ছিলাম। বাসায় আমার স্ত্রী একাই ছিল। সুযোগ পেয়ে আসামিরা ঘটনাটি ঘটিয়েছে। আমি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছি। ঘটনার কঠোর বিচার দাবি করছি।

    এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফূয়াদ রুহানী জানান, আমরা ঘটনাটি অবহিত হওয়ার পর তৎক্ষনাত আসামী আনোয়ারকে গ্রেফতার করি, দুজন পালিয়ে যায়। ভিকটিমকে আজই ডাক্তারি পরীক্ষা করতে কিশোরগন্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। গৃহবধূর স্বামী এব্যাপারে থানায় মামলা করেছে। মামলাটি তদন্ত করে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…