শেরপুরের ঝিনাইগাতীর জুলগাঁও নয়াপাড়ায় মজনু মিয়া (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৩ জানুয়ারি) ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জুলগাঁও নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই গ্রামের জিয়ারুল হকের ছেলে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন মরদেহ উদ্ধারের তথ্যটি জানিয়েছেন।
মজনু মিয়ার স্বজন ও স্থানীয়রা জানায়, মজনু পেশায় একজন মৎস্যজীবী। ৪ ভাইবোনের মধ্যে মজনু মিয়া একাই বাড়িতে বাস করতেন। তার বাবা জিয়ারুল হক, মা এবং বড়ভাই কর্মসূত্রে রাজধানী ঢাকার আশুলিয়া থাকেন। আর একই বাড়িতে তার নানা মোফাজ্জল ও দুই মামা বসবাস করেন। গত রাতে বাজার থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে রাত ১০টার দিকে নিজের ঘরে ঘুমাতে যায় মজনু।
শনিবার ওই গ্রামের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। স্মার্টকার্ড সংগ্রহের জন্য শুক্রবার সকালে ঢাকা থেকে সবাই বাড়িতে আসেন। মজনুর মা ছেলে মজনুর খোঁজ করতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া পায়নি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের ধরনায় মজনুর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এআই