তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ ও পালন জোরদার করার লক্ষ্যে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর আয়োজনে একটি অরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারী) দেবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য অধিকার গ্রুপের উপদেষ্টা মশিউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য অধিকার গ্রুপের আহ্বায়ক আলামিন খন্দকার। রিইব-এর উপ-পরিচালক অ্যাডভোকেট রুহী নাজ তথ্য অধিকার আইন চর্চার অভিজ্ঞতার আলোকে বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন রিইব-এর প্রতিনিধি ওয়াসিম আকরাম।
অরিয়েন্টেশন মিটিংয়ে বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এই আইন জনসাধারণকে ক্ষমতায়িত করার একটি কার্যকর হাতিয়ার। এর সঠিক প্রয়োগ ও তদারকি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
এমআর