ঝালকাঠির সদর উপজেলার এক মোবাইল ফোন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (০৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় নিহত ২৮ ববছর বয়সী ঐ ব্যবসায়ী যুবকের নাম সুদেব হালদার। তিনি সদর উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইল ফোনের দোকান চালাতেন।
নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, 'বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান আছে। ঘটনার রাতে ১১টার দিকে সে দোকান বন্ধ করে বাড়ি উদ্দেেশ্য যায়। পথেই দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। নিহত সুদেব হালদারের বড় ভাই সুকেশ হালদার বলেন, 'কয়েদিন আগে মোবাইল সারা নিয়ে একটি পক্ষের সাথে ঝগড়া হয় সুদেবের। ধারনা করা হচ্ছে ঐ কারনেই আমার ভাইকে হত্যা করা হতে পারে।'
নিহত সুদেব হালদারের মা শেফালী হালদার বলেন, 'আমার ছেলে কারো সাথে কোন দিন খারাপ ব্যবহার করেনি, কোন অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হল। আমি এর বিচার চাই।'
ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় হত্যা ঘটনার তথ্য গনমাধ্যামকে নিশ্চিত করে বলেন, 'মাথায় কোপের আঘাত দেখা গেছে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এমন ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।'
এআই