ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল আবারও বোমা হামলা চালিয়েছে। হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে পাঁচ শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে।
আজ বুধবার (৮ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এ হামলায় আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হচ্ছে।
গতকালের নিহতসহ ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৯ হাজার ১৯৬ জনে।
উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজার ইউরোপীয় হাসপাতাল জানিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মজুত থাকা জ্বালানি শেষ হয়ে যাবে। এ ছাড়া আল-আকসা হাসপাতাল জানিয়েছে, জ্বালানির ঘাটতির কারণে তাদের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হতে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল।
২০২৩ সালের নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে ৯৬ জন বন্দী রয়েছে। ইসরায়েলের তথ্য মতে, তাদের মধ্যে ৬২ জন জীবিত রয়েছে।
এবি