চট্টগ্রামের মিরসরাইয়ে তিন ড্রাম চোরাই ডিজেলসহ রাশেদুল ইসলাম (২৩) নামের একজনকে আটক করেছে পুলিশ। এসময় ডিজেল বোঝাইকৃত ১টি পিক-আপ জব্দ করা হয়। জব্দকৃত ৫শ' ৪০ লিটার ডিজেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৬ হাজার ১শ' ৬০ টাকা।
বুধবার (০৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।
এরআগে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সোনাপাহাড় এলাকার রেল লাইনের পশ্চিম পার্শ্ব থেকে তাকে আটক করা হয়। এছাড়াও ঘটনাস্থলে থেকে অজ্ঞাত আরও ৩-৪ জন অভিযুক্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটককৃত রাশেদুল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালালে সোনাপাহাড় এলাকার রেল লাইনের পাশে খালি জায়গায় পিক-আপটি দেখা যায়। এসময় সন্দেহ হলে গাড়িটি তল্লাশি চালানো হলে ডিজেল পাওয়া যায়। পুলিশের উপস্থিত টের পেয়ে অভিযুক্ত আরও ৩-৪ জন পালিয়ে যায়। তবে রাশেদুলকে আটক করা হয়।
বুধবার সকালে আটককৃত আসামিকে চট্টগ্রাম আদালত প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এআই