ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন রেলওয়ের রামু জংশনের সহকারী স্টেশন মাস্টার আকতার হোসেন। এসময় ছুরিকাঘাতের পর তার সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। আকতার হোসেনের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন তার সহকর্মীরা।
সবশেষ বুধবার (০৮ জানুয়ারি) বিমানযোগে তাকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে চকরিয়া-বদরখালী সড়কে শাহারবিল স্টেশন থেকে বদরখালী যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন আকতার হোসেন।
ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নেওয়া হয় কক্সবাজার। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয় তাকে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসকের বরাতে কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার আতিকুর রহমান বলেন, তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসকের পরামর্শে রেল কর্তৃপক্ষ তাকে বিমানযোগে ঢাকা এভারকেয়ার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, চকরিয়ার ইলিশিয়ায় একটি গাড়ি থামিয়ে ছিনতাইকারীরা বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করেছে বলে জেনেছি। এদের মাধ্যে একজন রেলওয়ে কর্মকর্তাও আছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের চেষ্টা চলছে।
এআই