এইমাত্র
  • চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নতুন কর্মসূচি ঘোষণা
  • নতুন করে পরীক্ষা, কী চিকিৎসা জানা যাবে এক সপ্তাহ পর
  • থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম
  • পুরোদমে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ
  • ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের তথ্য বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বিয়ে করে সংসার করেছিলাম, সেটার স্বাদও নিয়েছি: জয়া আহসান
  • পারিবারিক সহিংসতার শিকার নির্মাতা!
  • হজ ব্যবস্থাপনায় সৌদি সরকার বাংলাদেশের ওপর বিরক্ত: ধর্ম উপদেষ্টা
  • আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে, কিছুই তো বুঝতেছি না: নিলয় আলমগীর
  • ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ থেকে ভূমিদস্যু হায়না মোবারক হওয়ার গল্প
  • আজ শুক্রবার, ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রাম আদালত থেকে খোয়া যাওয়া নথি ভাঙারির দোকান থেকে উদ্ধার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম

    চট্টগ্রাম আদালত থেকে খোয়া যাওয়া নথি ভাঙারির দোকান থেকে উদ্ধার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম

    চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটরের কক্ষের সামনের বারান্দা থেকে নিখোঁজ হওয়া মামলার নথির ভাঙারির দোকান থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা-পুলিশ।

    আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) নগরের পাথরঘাটা শতীশ বাবু লেনিন এলাকা থেকে নয় বস্তা নথি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

    পুলিশ জানায়, চুরি যাওয়া নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙ্গারির দোকানে কেজি দরে বিক্রি করা হয়। গত দুই দিনের আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করে।

    পুলিশ আরও জানায়, রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালত চত্বরে চা বিক্রি করতেন। চুরির পরে তিনি ভাঙারির দোকানে ১৬ টাকা কেজি দরে সিডি বিক্রি করে দেন।

    কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল নামে একজনকে বাকলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পাথরঘাটার ভাঙারির দোকানে নথি বিক্রির কথা জানান। সেখানে অভিযান চালিয়ে নয় বস্তা সিডি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    জানা যায়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ের বাইরে রাখা ৩০টি আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি (কেস ডকেট বা সিডি) চুরি হয়। মহানগর পিপি অফিসে জায়গা সংকুলান না হওয়ায় অফিসটির বাইরে এসব সিডি রাখা হয়েছিল। আদালতের অবকাশকালীন সময়ের মধ্যে গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মামলার এসব নথি উধাও হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় একটি জেনারেল ডায়েরি (জিডি) করা হয়।

    চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া জিডিটি করেন। এতে তিনি উল্লেখ করেন, মহানগর দায়রা জজের অধীন ৩০টি মহানগর দায়রা জজ আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব হয়ে গেছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে রাখা ছিল এসব নথি। নথিগুলো পলিথিনে মোড়ানো ছিল।

    মূলত পিপি অফিসে জায়গা সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে নথিগুলো আদালতের বারান্দায় রাখা হয়। হত্যা, ডাকাতি, মাদক থেকে শুরু বিস্ফোরক মামলা, চোরাচালান মামলার সিডি ছিল।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…